thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

‘জঙ্গিবাদ ত্যাগ না করলে ইতিহাসের আস্তাকুঁড়ে যাবেন খালেদা’

২০১৪ জানুয়ারি ২৯ ১৫:৩৩:৩৬
‘জঙ্গিবাদ ত্যাগ না করলে ইতিহাসের আস্তাকুঁড়ে যাবেন খালেদা’

দ্য রিপোর্ট প্রতিবেদক : জঙ্গিবাদ ত্যাগ না করলে ইতিহাসে আস্তাকুঁড়ে যাবেন খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বুধবার দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা ২০১৪ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনে আমরা সকলকে নিয়ে আসতে চেয়েছিলাম। কিন্তু বেগম জিয়া পরিকল্পিতভাবে নির্বাচনে আসেননি। তিনি দেশকে সংবিধানের বাইরে নেওয়ার চেষ্টা করেছেন।’

তিনি সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, ‘আপনারা গণতন্ত্রেও সৈনিক। কখনোই জঙ্গিবাদের তল্পিবাহক হওয়ার দরকার নাই।’

তিনি বলেন, ‘রাজনীতি এবং গণমাধ্যমের মধ্যে একদল উস্কানিদাতা গোষ্ঠী রয়েছে। যারা গণতন্ত্রের শত্রু। গণতন্ত্র এবং গণমাধ্যমকে বাঁচাতে এই উস্কানিদাতা গোষ্ঠীকে ত্যাগ করতে হবে।’

এ ছাড়াও তিনি বলেন, ‘অষ্টম ওয়েজবোর্ড ঘোষণা করা হয়েছে। এই ওয়েজবোর্ড যেন বাস্তবায়িত হয় তার জন্যও ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর প্রিন্ট মিডিয়ার মত ইলেক্ট্রনিক্স মিডিয়াকেও ওয়েজবোর্ডের আওতাভুক্ত করার চিন্তা-ভাবনা করছি।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএম/এমসি/সা/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর