thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

গাজায় ইসরাইলি হামলায় ২টি সুড়ঙ্গ ধ্বংস, নিহত ৪

২০১৩ নভেম্বর ০২ ২১:২৪:৩৭
গাজায় ইসরাইলি হামলায় ২টি সুড়ঙ্গ ধ্বংস, নিহত ৪

দিরিপোর্ট২৪ ডেস্ক : গাজায় হামলা চালিয়ে ফিলিস্তিনি গেরিলাদের ব্যবহৃত দুইটি সুড়ঙ্গ ধ্বংস করার দাবি করেছে ইসরাইল। এ সময় তাদের হামলায় চার জন ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে। খবর সিএনএনের।

ফিলিস্তিনি সংগঠন হামাসের ওয়েবসাইটে জানানো হয়েছে, ইসরাইলি বাহিনীর হামলায় তাদের সেনা শাখা কাসিম ব্রিগেডের চার যোদ্ধা নিহত হয়েছে। অন্যদিকে শুক্রবার করা এ হামলায় নিজেদের পাঁচ সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইল।

ইসরাইলের প্রধান টার্গেট ছিল অক্টোবরের ৭ তারিখে আবিষ্কৃত সুড়ঙ্গটি। ওই সুড়ঙ্গটি ইসরাইলি সেনা অপহরণে ব্যবহৃত হত।

ইসরাইলি সৈন্যরা দাবি করেছে তারা গাজায় বিমান হামলা চালিয়ে ১.৭ কিলোমিটার লম্বা একটি সুড়ঙ্গ ধ্বংস করেছে। এটি ইসরাইলের খুব কাছাকাছি ছিল।

এ সময় হামাস যোদ্ধারা ইসরাইলি সৈন্যদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে বলে জানায় ইসরাইল। ইসরাইলি সৈন্যরা তখন তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে চার ফিলিস্তিনি যোদ্ধা নিহত ও পাল্টা হামলায় পাঁচজন ইসরাইলি সেনা আহত হয়।

ইসরাইলি সেনারা জানায় গাজার দক্ষিণে দ্বিতীয় সুড়ঙ্গটি ধ্বংসেও তারা বিমান হামলা চালায়।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর