thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব পেল চ্যানেল নাইন

২০১৪ জানুয়ারি ২৯ ১৬:৫৫:৫০
এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব পেল চ্যানেল নাইন

দ্য রিপোর্ট প্রতিবেদক : এশিয়া কাপের ১২তম আসর বাংলাদেশে বসছে আগামী ফেব্রুয়ারিতে। এ নিয়ে টানা ৪ বার এশিয়া কাপের আসর বসছে বাংলাদেশে। আসন্ন এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব পেয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন। তাদের সঙ্গে থাকছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

বুধবার দুপুরে গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনে চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান এ কথা জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জামিল আহমেদ খান, হেড অব নিউজ-নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স আমিনুর রশীদ এবং হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং নুরুল ইসলাম খান (খসরু)।

উল্লেখ্য, চ্যানেল নাইন দেশের ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় আসর বিপিএল’র অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার। এ ছাড়া জিম্বাবুয়েতে বাংলাদেশ-জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা ত্রি-দেশীয় টুয়েন্টি২০ টুর্নামেন্ট, দেশের মাটিতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ, বিপিএল ও আইপিএল সরাসরি সম্প্রচার করার অভিজ্ঞতা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরআই/সিজি/আরকে/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর