thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ড্রাইভিং লাইসেন্স নবায়নের সার্কুলার স্থগিত

২০১৪ জানুয়ারি ২৯ ১৭:০১:৫৪
ড্রাইভিং লাইসেন্স নবায়নের সার্কুলার স্থগিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে কম্পিটেন্সি টেস্টে পরিবর্তন করে গত ৩১ ডিসেম্বর বিআরটিএ’র জারি করা সার্কুলার স্থগিত করেছে হাইকোর্ট।

বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির সমন্বয়ে গঠিত যৌথ বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

শুনানি শেষে আদালত ড্রাইভিং কমপিটেন্সি বোর্ডকে (ডিসিটিবি) পাশ কাটিয়ে লাইসেন্স প্রদানে রিনিউ ক্ষমতা ইন্সপেক্টরকে দেওয়ার গত ৩১ ডিসেম্বরের চিঠিকে কেন বেআইনি ঘোষণা করা ও বাতিল করা হবে না তা জানাতে দুই সপ্তাহের রুল জারি করেছেন আদালত।

বাদী পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মনজিল মোরশেদ। মামলার আবেদনকারী অ্যাডভোকেট আসাদুজ্জজামান সিদ্দিকী। বিবাদীরা হলেন- স্বরাষ্ট্রসচিব, যোগাযোগ সচিব, বিআরটিএর চেয়ারম্যান, বিআরটিএর পরিচালক, পুলিশের ডিআইজি (হাইওয়ে), চিফ কমিশনার (ট্রাফিক) এবং বিআরটিএ’র ইন্সপেক্টর অব ভাইক্যাল।

সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোকলেসুর রহমান।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/জেএম/আরকে/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর