thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১,  ১৬ জমাদিউল আউয়াল 1446

‘ভেজাল ওষুধ প্রস্তুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

২০১৪ জানুয়ারি ২৯ ১৭:১১:১২
‘ভেজাল ওষুধ প্রস্তুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভেজাল ওষুধ তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ ছাড়া ওষুধ প্রশাসন অধিদফতরকে ভেজাল ওষুধ বিরোধী অভিযান জোরদার করারও নির্দেশ দিয়েছেন তিনি।

মতিঝিলের ওষুধ প্রশাসন অধিদফতর পরিদর্শন ও কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় বুধবার বিকেলে এ সব কথা বলেন তিনি।

স্বাস্থ্য সেবা পাওয়া জনগণের মৌলিক অধিকার মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘একটি গ্রহণযোগ্য স্বাস্থ্যসেবা কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য। বাঁচতে হলে ওষুধের প্রয়োজন। সেই ওষুধ যারা নকল করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাদের সঙ্গে কোনো আপস করা যাবে না।’

স্বাস্থ্যসেবাকে মায়ের সেবার সঙ্গে তুলনা করে নাসিম বলেন, ‘জীবন রক্ষাকারী ওষুধ মৃত্যুর কারণ হলে জনগণ যাবে কোথায়? নকল ওষুধ বিরোধী অভিযানে আপনাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। আমি আপনাদের সঙ্গে আছি। সবরকম সহযোগিতা আপনারা পাবেন।’

মতবিনিময় সভায় ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হোসেন মল্লিক অধিদফতরের বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রয়োজনীয় লোকবলের অভাবে আমরা যথাযতভাবে দায়িত্ব পালন করতে পারছি না। তা ছাড়া আমরা ভেজাল ওষুধ তৈরিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও, আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে তারা কার্যক্রম চালায়।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাতসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও ওষুধ প্রশাসন অধিদফতরের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।

(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/আরকে/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর