thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চীনা আগ্রাসন ঠেকাতে জাপান-রাশিয়া বৈঠক

২০১৩ নভেম্বর ০২ ২১:৫৫:০৯
চীনা আগ্রাসন ঠেকাতে জাপান-রাশিয়া বৈঠক

দিরিপোর্ট২৪ ডেস্ক : জাপান ও রাশিয়ার মধ্যে প্রথমবারের মতো প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত হয়েছে দুইদেশ। চীনা ক্রমবর্ধ্বমান আগ্রাসন ঠেকাতে শনিবার এ বৈঠকে উভয়ে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে। খবর রয়টার্সের।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দেশ দুইটি বড় ধরনের কোনো চুক্তি করেনি। জাপানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক ভালো কূটনৈতিক ও সামরিক সম্পর্ক থাকা সত্ত্বেও রাশিয়া এ সহযোগিতার আশ্বাস দিলো।

বৈঠকের পর উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা জানান, বৈঠকটি পারস্পরিক বিশ্বাস সৃষ্টিতে সাহায্য করবে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিক সম্মেলনে বলেন, ‘প্রতিরক্ষা বিষয়ে পরস্পর একসঙ্গে কাজ করা মানে শুধু অর্থনৈতিক ও শ্রমিক রপ্তানি করা নয়, বরং এটা জাপান-রাশিয়ার সামগ্রিক মিত্রতার ক্ষেত্রে উন্নতি ঘটাবে।’

তিনি আরো বলেন, ‘এটা উভয় দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কের দিকে একটা ইতিবাচক পদক্ষেপ।’

প্রসঙ্গত, জাপানের উত্তরে ও রাশিয়ার দক্ষিণ কুড়িলের দূরে অবস্থিত দ্বীপের মালিকানা নিয়ে উভয় দেশের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে।

গত ছয় মাসের মধ্যে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে চার বার বৈঠক হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকের পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ জাপানের পররাষ্ট্রমন্ত্রীকে আগামী বছর রাশিয়ায় যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

এ বৈঠকে উভয় দেশ একত্রে নৌ মহড়ারও ঘোষণা দেয়।

বেশ কয়েকদিন ধরে জাপানের জলসীমার আশেপাশে চীনা যুদ্ধজাহাজের অবস্থান নিয়ে দুইদেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উভয় দেশের মধ্যে দ্বীপের মালিকানা নিয়েও বিরোধ রয়েছে।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর