thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রুয়েট প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু

২০১৪ জানুয়ারি ২৯ ১৮:০৮:৩৯
রুয়েট প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু

রাবি সংবাদদাতা : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি কার্যক্রম বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে।
রুয়েট প্রশাসন মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি কোর্সে ৬৯০টি আসনে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত তিন হাজার ১৪ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।
আর্কিটেকচার বিভাগে ৩০ সিটে ভর্তির জন্য ১২৪ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

মেধাক্রম অনুযায়ী বুধবার উল্লেখিত আসনে শিক্ষার্থীদের ভর্তি করা হচ্ছে। আসন শূন্য থাকলে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। পরবর্তী সময়ে ভর্তির তারিখ নোটিশ বোর্ডে এবং রুয়েটের ওয়েবসাইট থেকে জানা যাবে।
উল্লেখ্য, এ বছর রুয়েটের ১০টি বিভাগে ৭২৫ শিক্ষার্থীকে ভর্তি করা হবে।
(দ্য রিপোর্ট/এমএএ/এমএটি/এমএআর/ এনআই/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর