thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শ্রমিক হাতাহাতি

২০১৪ জানুয়ারি ২৯ ১৮:১৯:৫৪
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শ্রমিক হাতাহাতি

দ্য রিপোর্ট সংবাদদাতা : বাস ভাড়া নিয়ে বিতর্কের জেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের হাতাহাতি হয়েছে। বুধবার দুপুর ১টায় এই ঘটনা ঘটে।

পরে ওই ঘটনার প্রতিবাদে বাস মালিকরা কয়েক ঘণ্টা ধরে বরিশাল-পটুয়াখালী রুটে বাস চলাচল বন্ধ রাখে।

রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক সেলিম সিকদার জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে বাস ভাড়া চাইলে তারা ভাড়া দিতে অস্বীকৃতি জানায়। এরপর তারা বরিশাল মালিক সমিতির আল নসিব নামক গাড়ির চালক ও সুপারভাইজারকে মারধর করে। এর প্রতিবাদে মালিক-শ্রমিকরা বরিশাল-পটুয়াখালী রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।
নগর পুলিশের উপ-কমিশনার ট্রাফিক (দক্ষিণ) মুজাহিদুল ইসলাম জানান, ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সঙ্গে কথা বলা হয়েছে। রবিবার আলোচনা করে ছাত্রদের জন্য ভাড়া নির্ধারণ করা হবে বলে তিনি জানান।

তিনি আরও জানান, মারধরের ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে ঘণ্টাখানেক পর অবরোধ তুলে নেয় বাস মালিক-শ্রমিকরা। ওই রুটে গাড়ি চলাচল এখন স্বাভাবিক আছে।


(দ্য রিপোর্ট/বিস/এমএটি/এমএআর/সা/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর