thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের

এডিপি বহির্ভূত প্রকল্পের জন্য পরিবীক্ষণ ও মূল্যায়ন কমিটি গঠন

২০১৪ জানুয়ারি ২৯ ১৮:২১:৩৪
এডিপি বহির্ভূত প্রকল্পের জন্য পরিবীক্ষণ ও মূল্যায়ন কমিটি গঠন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতায় বাস্তবায়নাধীন এবং বাস্তবায়িতব্য এডিপি বহির্ভূত প্রকল্প/কর্মসূচিসমূহের পরিবীক্ষণ ও মূল্যায়নের জন্য ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। গঠিত এ কমিটি ত্রৈমাসিকভিত্তিতে প্রকল্প/কর্মসূচিসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও মূল্যায়ন করবে। দাতা সংস্থার প্রতিনিধিরা এ কমিটিতে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকতে পারবেন।

অর্থ মন্ত্রণালয় থেকে বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. আসলাম আলমকে সভাপতি করে গঠিত এ কমিটিতে অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, শিল্প মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে যুগ্ম-সচিব পদ মর্যাদার একজন করে প্রতিনিধি এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপ-প্রধান পদ মর্যাদার একজন প্রতিনিধিকে রাখা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক/কর্মসূচি সমন্বয়করা কমিটির সদস্য হিসেবে থাকবেন।

প্রজ্ঞাপনে গঠিত কমিটির ছয় দফা কার্যপরিধিও চিহ্নিত করা হয়েছে। এগুলো হচ্ছে- গঠিত এ কমিটি ত্রৈমাসিকভিত্তিতে প্রকল্প/কর্মসূচিসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও মূল্যায়ন করবে; প্রকল্প/কর্মসূচির ঋণচুক্তি ও প্রশাসনিক চুক্তির শর্তানুযায়ী প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে নিয়মিত মনিটরিং ও বাস্তবায়ন সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত প্রণয়ন করবে; বার্ষিক কর্মপরিকল্পনা ও বাজেট অনুযায়ী যাবতীয় কার্যক্রম যথাযথভাবে পরিচালনার লক্ষ্যে কমিটি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে; প্রকল্প/কর্মসূচিতে অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানসমূহের জন্য নির্ধারিত শর্তাবলী ও নিয়ামকসমূহ পর্যালোচনা করে প্রয়োজনে সুপারিশ প্রদান; সংশ্লিষ্ট কর্মসূচির অর্থায়নকারী সংস্থার সঙ্গে উদ্ভূত সমস্যা নিরসনে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং কমিটি প্রয়োজনে কোনো উপযুক্ত প্রতিনিধিকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে।

(দ্য রিপোর্ট/এসআর/জেএম/সা/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর