thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

শনিবার সারাদেশে প্রতিবাদ সমাবেশ : ফখরুল

২০১৪ জানুয়ারি ২৯ ১৮:৩১:২০
শনিবার সারাদেশে প্রতিবাদ সমাবেশ : ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রহসনের নির্বাচনে গঠিত সংসদ অধিবেশনের প্রতিবাদে বুধবারের কালোপতাকা মিছিলে পুলিশের বাধা ও গুলি করে হত্যার প্রতিবাদে সমাবেশের ঘোষণা দিয়েছে ১৯-দলীয় জোট। আগামী শনিবার সারাদেশে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার সন্ধ্যায় এ ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আগামী শনিবার ১৯-দলীয় জোটের পক্ষ থেকে সারাদেশের জেলা উপজেলায় প্রতিবাদ সমাবেশ এবং ঢাকা মহানগরীতে সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৩টায় প্রতিবাদ সমাবেশ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন বরাবর অনুমতির জন্য চিঠি দেওয়া হয়েছে। আমরা আশা করবো আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় গণতন্ত্রের ভিন্ন মত প্রকাশে সরকার সহযোগিতা করবেন।

(দ্য রিপোর্ট/এমএইচ/জেএম/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর