thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার গোয়েন্দা নজরদারির প্রতিবাদ জানিয়েছে মালয়েশিয়া

২০১৩ নভেম্বর ০২ ২২:০৮:০৬
যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার গোয়েন্দা নজরদারির প্রতিবাদ জানিয়েছে মালয়েশিয়া

দিরিপোর্ট২৪ ডেস্ক: মালয়েশিয়ার সরকার দেশটিতে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার গোয়েন্দা নজরদারির প্রতিবাদ জানিয়েছে। এ বিষয়ে জানতে চেয়ে মালয়েশিয়া কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া মিশনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। খবর বিবিসির।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গোয়েন্দা নজরদারির ঘটনা বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্কের ‘মারাত্মক ক্ষতি’ করতে পারে। তারা জানিয়েছে, এ ঘটনায় একটি প্রতিবাদলিপিও পাঠানো হয়েছে।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমান বলেন, নিকট বন্ধুরা এ ধরনের কাজ করে না। এ সময় তিনি অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর জুলি বিশপের উদ্ধৃতি তুলে ধরেন। যেখানে মিস বিশপ বলেন যে, গোয়েন্দা বিষয়ে মন্তব্য করা তার সরকারের নীতির পরিপন্থী। তবে মালয়েশিয়ার উদ্বেগটি স্বীকার করে নিয়েছেন মিস বিশপ।

সিডনি মর্নিং হেরাল্ডের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া অঞ্চলে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতদের নিয়োগ দেওয়া হয়েছে যাতে তারা ফোন কল এবং তথ্য সংগ্রহ করতে পারে। মার্কিন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের প্রকাশ করা ডকুমেন্টের ভিত্তিতে পত্রিকাটি এই প্রতিবেদন প্রকাশ করে।

তবে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র বিষয়ক এবং বাণিজ্য বিভাগ ঐ প্রতিবেদনের বিষয়ে মন্তব্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেছেন, তার দেশের প্রতিটি সরকারি সংস্থা, প্রতিটি কর্মকর্তা আইন অনুযায়ী কাজ করে।

অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে তথ্য সংগ্রহ করেছে, এমন খবরের ভিত্তিতে চীন ও ইন্দোনেশিয়া এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছে।

(দিরিপোর্ট২৪/আদসি/এমডি/ নভেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর