thereport24.com
ঢাকা, রবিবার, ১২ মে 24, ২৯ বৈশাখ ১৪৩১,  ৪ জিলকদ  1445

‘গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ইউক্রেন’

২০১৪ জানুয়ারি ২৯ ১৮:৫০:১০
‘গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ইউক্রেন’

দ্য রিপোর্ট ডেস্ক : ইউক্রেন গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বাধীনতা পরবর্তী প্রথম প্রেসিডেন্ট লিওনিড ক্রাভচাক। বুধবার বিক্ষোভকারীদের সাধারণ ক্ষমা বিষয়ক এক বিতর্কে এ সতর্কবার্তা উচ্চরণ করেন তিনি।

১৯৯০ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা সাবেক প্রেসিডেন্ট লিওনিড ক্রাভচাক গৃহযুদ্ধ ঠেকাতে সবাইকে সর্বোচ্চ দায়িত্বের সঙ্গে কাজ করারও আহ্বান জানিয়েছেন।

এদিকে প্রেসিডেন্ট ভিকতর ইয়ানুকোভিচ জানিয়েছেন, বিক্ষোভকারীদের সরকারি কার্যালয় ত্যাগ করার শর্তে তিনি যেকোনো ধরনের ক্ষমা ঘোষণা করতে রাজি আছেন।

তবে প্রেসিডেন্ট আগাম নির্বাচনের ঘোষণা না দিলে বিরোধীরা সরকারি কার্যালয় ত্যাগ করবে না বলে জানিয়ে দিয়েছে। তারা এখনো দেশটির বিভিন্ন সরকারি কার্যালয়ে অবস্থান ধরে রেখেছে।

গত মঙ্গলবার এক মাসের বেশি সময়ের বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে দেশটির প্রধানমন্ত্রী মাইকোলা অ্যাজারব ও তার মন্ত্রিসভা। পাশাপাশি দেশটির পার্লামেন্ট বিতর্কিত বিক্ষোভবিরোধী আইনটিও বাতিল করতে বাধ্য হয়েছে।

(দ্য রিপোর্ট/এআইএম/জেএম/সা/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর