thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

ফজলুল করিম আইডিআরএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান

২০১৪ জানুয়ারি ২৯ ১৯:০১:৪০
ফজলুল করিম আইডিআরএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান

দ্য রিপোর্ট প্রতিবেদক : বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। পূর্বের চেয়ারম্যান শেফাক আহমেদের মেয়াদ শেষ হওয়ায় সদস্য মো. ফজলুল করিমকে ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মো. মতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জানুয়ারি আইডিআরএ’র চেয়ারম্যান এম শেফাক আহমেদের নিয়োগের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পদটি শূন্য হয়। এরই পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে আইডিআরএ’র সদস্য মো. ফজলুল করিমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নতুন চেয়ারম্যান নিয়োগ না দেওয়া পর্যন্ত তিনি আইডিআরএ’র চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/সা/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর