thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

মুন্সীগঞ্জে পুলিশি বাধায় বিএনপির মিছিল পণ্ড

২০১৪ জানুয়ারি ২৯ ১৯:১৬:৫৬
মুন্সীগঞ্জে পুলিশি বাধায় বিএনপির মিছিল পণ্ড

মুন্সীগঞ্জ সংবাদদাতা : ১৯ দলীয় জোট ঘোষিত দেশব্যাপী ‘কালো পতাকা মিছিল’ কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা বিএনপি মিছিল বের করতে চাইলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।

মুন্সীগঞ্জ শহরের থানাপুল এলাকায় জেলা বিএনপির কার্যালয় থেকে বুধবার বেলা সাড়ে ১০টায় মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই এর নেতৃত্ব দেন।

এরপর বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ের নিচে বিক্ষোভ সমাবেশ করে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আতাহার হোসেন বাবুল, শহর বিএনপির সভাপতি ও পৌর মেয়র একেএম ইরাদত মানু, জেলা যুবদলের সভাপতি তারেক কাশেম খান মুকুল, শহর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, শহর যুবদলের সভাপতি এনামুল ইসলাম ও মহিলা নেত্রী রুজিনা বেগম।

(দ্য রিপোর্ট/এমএস/এনডিএস/সা/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর