thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

খন্দকার মাহবুবের জামিন শুনানি ২ ফেব্রুয়ারি

২০১৪ জানুয়ারি ২৯ ১৯:১৯:৫৪
খন্দকার মাহবুবের জামিন শুনানি ২ ফেব্রুয়ারি

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের জামিন শুনানি ২ ফেব্রুয়ারি মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালতে অনুষ্ঠিত হবে।

গাড়ি ভাঙচুর ও পোড়ানোর অভিযোগে রাজধানীর রমনা থানায় মামলায় (৩/৩/২০১৩) তার জামিন আবেদন করা হয়েছে। জামিন শুনানির জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।

অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে জামিন চাওয়ার বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবা।

এর আগে ২৮ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে তাকে উপস্থিত করে এ মামলায় জামিন চাওয়া হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় জামিন পেলে তিনি কারাগার থেকে মুক্তি পাবেন।

উল্লেখ্য, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ৭ জানুয়ারি আটক করা হয় খন্দকার মাহবুবকে। পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও বোমা হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে ৫ জানুয়ারি রমনা থানায় করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

(দ্য রিপোর্ট/জেএ/এনডিএস/সা/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর