thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

‘বিরোধী দলহীন সংসদ লজ্জার বিষয়’

২০১৪ জানুয়ারি ২৯ ১৯:৩৮:২০

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভোট ও ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে গঠিত বিরোধী দলহীন দশম জাতীয় সংসদ সরকারের জন্যে এক বিরাট লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল। তিনি বলেন, এরশাদের জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে দেখানোর চেষ্টা সফল হবে না। এ ধরনের তৎপরতা কেবল আরও রঙ্গ তামাশারই জন্ম দেবে।

বুধবার সংসদ অধিবেশন শুরু প্রাক্কালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক এ মন্তব্য করেন।

সাইফুল হক বলেন, ‘এই সংসদ সরকারের শক্তি, আস্থা ও তাদের প্রতি জনসমর্থনের প্রতিফলন নয়। নানা আনুষ্ঠানিকতায় এই সংসদকে সাজানোর চেষ্টা করা হলেও বাস্তবে বর্তমান সরকারের মতো সংসদেরও কোনো নৈতিক ভিত্তি নেই। সে কারণে এই সংসদকে দীর্ঘায়িত করবারও অবকাশ নেই।’

বিবৃতিতে তিনি বলেন, ‘আইনি ও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে যদি ৫ জানুয়ারির নির্বাচন হয় তাহলে অনতিবিলম্বে সংসদ বাতিল করে সব দলের অংশগ্রহণে নতুন নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করতে উদ্যোগ নেওয়া জরুরী।’

(দ্য রিপোর্ট/সাআ/জেএম/সা/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর