thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

মালিতে দুই সাংবাদিককে অপহরণের পর হত্যা

২০১৩ নভেম্বর ০৩ ০৮:৫৮:১৪
মালিতে দুই সাংবাদিককে অপহরণের পর হত্যা

দিরিপোর্ট২৪ ডেস্ক : মালির উত্তরাঞ্চলে ফ্রান্সের দুই রেডিও সাংবাদিককে অপহরণের পর হত্যা করা হয়েছে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এ খবর জানিয়েছে।

গিসলাইন ডুপন্ট ও ক্লড ভেরলন নামের ওই দুই সাংবাদিক মালির কিদাল শহরে এক তুয়ারেগ বিদ্রোহীর সাক্ষাৎকার নেওয়ার পর তাদের অপহরণ করা হয় বলে সেখানকার গভর্নর অ্যাডমা কামিসকো জানিয়েছেন। তিনি জানান, চার অপহরণকারী একটি টয়োটা গাড়িতে তাদের অপহরণ করে।

সিএনএনের খবরে বলা হয়েছে, এক তুয়ারেগ বিদ্রোহীর বাড়ির সামনে থেকে তাদের অপহরণ করা হয়। অপহরণ করার সময় তারা বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন বলে তাদের গাড়ির চালক জানিয়েছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে একে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করেছেন।

প্রসঙ্গত, কিদাল শহর ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদী দল তুয়ারেগের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। গতবছর সামরিক অভ্যুত্থানের পর তুয়ারেগ গোষ্ঠী বিদ্রোহ শুরু করে। এর পর থেকে দেশটিতে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট এ দলটি দেশটির উত্তরাঞ্চলের অর্ধেকই দখল করে রেখেছে।

(দিরিপোর্ট২৪/কেএন/এইচএসএম/নভেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর