thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বর্ধিত ফি ও সান্ধ্য কোর্স বন্ধের দাবিতে

রাবিতে বৃহস্পতিবার ক্লাস-পরীক্ষা বন্ধ

২০১৪ জানুয়ারি ২৯ ২২:১৫:৩২
রাবিতে বৃহস্পতিবার ক্লাস-পরীক্ষা বন্ধ

রাবি সংবাদদাতা : সকল প্রকার বর্ধিত ফি বাতিল ও সান্ধ্য কোর্স বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রশাসন ভবন অবরোধ করে সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। সমাবেশ থেকে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার বেলা ১১টার দিকে প্রশাসন অবরোধ কর্মসূচিতে হাজার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে প্রশাসন ভবন অবরোধ করে সমাবেশ করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্যকোর্স বন্ধের দাবিত স্লোগান দেয়। দুপুর ১টা পর্যন্ত তারা প্রশাসন ভবন অবরোধ করে আন্দোলন চালিয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেওয়ায় সকল রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়।

পরে সমাবেশ থেকে বৃহস্পতিবারের কর্মসূচি ঘোষণা করেন নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু সুফিয়ান বখশী। সমাবেশে তিনি জানান, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করছি। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল প্রকার বর্ধিত ফি বাতিল ও সান্ধ্যকোর্স বন্ধ না করা পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়াতুল্লাহ খোমেনি, আলমগীর হোসেন সুজন, আব্দুল্লাহ আল মুইজ, আহসান হাবিব রকি, তাসনোভা তাহরিন অন্তরা সাজু এবং ওবায়দুর রহমান রাহাত প্রমুখ।

এদিকে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যেবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ, রাবি ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন ও বিপ্লবী ছাত্র মৈত্রী। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষকরাও এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

(দ্য রিপোর্ট/এমএএ/এপি/এনআই/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর