thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

দক্ষিণ ভারতে ট্রেনচাপায় নিহত ১০

২০১৩ নভেম্বর ০৩ ০৯:২২:৪১
দক্ষিণ ভারতে ট্রেনচাপায় নিহত ১০

দিরিপোর্ট২৪ ডেস্ক : দক্ষিণ ভারতে শনিবার সন্ধ্যায় একটি চলন্ত ট্রেনের চাপায় ১০জন নিহত ও আরও ১০জন আহত হয়েছেন। রেলওয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ঝাড়খন্ডগামী ট্রেনের যাত্রীরা ওই ট্রেনের একটি বগিতে আগুন লেগেছে- এমন খবরে লাফ দিয়ে রেললাইনের উপর পড়লে এই দুর্ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ওই কর্মকর্তা বলেন, যেহেতু তখন অন্ধকার ছিল তাই উল্টো পাশ থেকে আসা একটি ট্রেনকে তারা দেখতে পায়নি। যাত্রীবোঝাই ওই ট্রেনটি তখন তাদের চাপা দেয়। রেলওয়ের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বলে জানিয়েছেন ওই মুখপাত্র।

রেলওয়ে মন্ত্রী মাল্লিকার্জুন খারগে এই ঘটনাকে ‘খুবই হৃদয়বিদারক’ হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন কিরন কুমার রেড্ডি দুঃখপ্রকাশ করে এ বিষয়ে একটি তদন্ত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ত্রাণ কর্মসূচি ঠিকভাবে বাস্তবায়নের জন্য তিনি সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।

(দিরিপোর্ট২৪/আদসি/জেএম/এইচএসএম/নভেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর