thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

দিনাজপুর পেট্রোল পাম্প মালিকদের নির্বাচন

মিন্টু সভাপতি রওশন সম্পাদক

২০১৪ জানুয়ারি ৩০ ০০:১৩:৩২
মিন্টু সভাপতি রওশন সম্পাদক

দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের নির্বাচনে মিন্টু-রওশন পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করেছে। বুধবার দিনাজপুর চেম্বার ভবনে সন্ধ্যায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনটির ফল রাত সাড়ে ১০টায় দিনাজপুর চেম্বার ভবনে ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনা বোর্ড জানায়, সভাপতি পদে লুৎফর রহমান মিন্টু ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূরুল মঈন মিনু পেয়েছেন ২৬ ভোট। এ ছাড়া অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি এজেডএম মেনহাজুল হক ৫৪ ভোট, সহ-সভাপতি আবুল কালাম আজাদ রিপন ৫৮, সাধারণ সম্পাদক রওশন আলী সরকার ৫৮, সহ-সাধারণ সম্পাদক মফিতুল্লাহ চৌধুরী বাবলা ৫৮, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে এটিএম হাবিবুর রহমান ৫২ ভোট, রাহবার কবির পিয়াল, হুসেন শহীদ সরকার ৫২, আইয়ুব আলী শাহ ৫২, আলহাজ গোলাম আযম ৫৩, নূরুল ইসলাম ৫৪, হুমায়ুন কবির ৫৩, নূরুল হুদা ৫৬, রুবেল দাস ৫২, মহসিন আলী ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন আহমিদুর রহমান, গোলাম মোস্তফা ও ফজলুর রহমান।

মালিক গ্রুপের ভোটার ৯৮ জন, এর মধ্যে ভোট দিয়েছেন ৮১ জন।

নির্বাচনটি পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দিনাজপুর জেলা পেট্রোল পাম্প এবং জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হাসান।

(দ্য রিপোর্ট/এমআইআর/এএস/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর