thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

রাজশাহীতে ক্লিনিকে চেতনানাশক ওষুধে রোগী মৃত্যুর অভিযোগ

২০১৪ জানুয়ারি ৩০ ০১:৩১:২৩
রাজশাহীতে ক্লিনিকে চেতনানাশক ওষুধে রোগী মৃত্যুর অভিযোগ

রাজশাহী সংবাদদাতা : এবার ভাঙা পায়ের অপারেশন করতে গিয়ে মারা গেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আনারুল হক টিপু (৩৫)। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। অপারেশনের আগে চেনতানাশক ওষুধে টিপুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন টিপুর স্বজনরা। এ ঘটনার পরে স্থানীয় লোকজন ও রোগীর স্বজনরা ওই ক্লিনিকে ভাঙচুর চালায়।

নিহতের স্ত্রী শারমিন আখতার জানান, এক মাস আগে আনারুল হক টিপুর পা ভেঙে যায়। এর পরে চিকিৎসক সাঈদ আহম্মেদের কাছে চিকিৎসা নেন তিনি। চিকিৎসক সাঈদ আহম্মেদ ও ওই ক্লিনিকটির চার মালিকের একজন ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল অপারেশনের কথা বলে মঙ্গলবার টিপুকে ক্লিনিকে ভর্তি করান। বুধবার অপারেশনের কথা ছিল। সে অনুযায়ী রাত ৯টার দিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য আনারুল হক টিপুকে চেতনানাশক ইনজেকশন দেন চিকিৎসকরা। এর পরপর অপারেশন থিয়েটারেই আনারুল হক টিপু মারা যান।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শেখটলা গ্রামের আজগর আলীর ছেলে আনারুল হক টিপু।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে ৬ নভেম্বর ডলফিন ক্লিনিকে ভাঙা হাতের চিকিৎসা করাতে গিয়ে চিকিৎসকের অবহেলায় তানোর উপজেলার আব্দুল্লাপুর গ্রামের কৃষক শামসুদ্দিনের ছেলে ও চতুর্থ শ্রেণীর ছাত্র মোস্তাকিনের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় ওই ক্লিনিকের নার্স মুক্তা, ম্যানেজার মাসুদ রানা ও অপারেশন থিয়েটারের ইনচার্জ রফিকুল ইসলাম আটক হলেও পরে ক্লিনিক কর্তৃপক্ষ চার লাখ টাকা দিয়ে ঘটনাটি দফারফা করে।

(দ্য রিপোর্ট/এমএইচ/এএস/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর