thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

নাইজেরিয়ায় পদপিষ্ঠ হয়ে নিহত ১৭

২০১৩ নভেম্বর ০৩ ০৯:২৭:৫৬
নাইজেরিয়ায় পদপিষ্ঠ হয়ে নিহত ১৭

দিরিপোর্ট২৪ ডেস্ক : নাইজেরিয়ার পূর্বাঞ্চলে পায়ের নিচে চাপা পড়ে কমপক্ষে ১৭ জন নিহত এবং আরো বহু লোক আহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, একটি চার্চে এক ধর্মীয় অনুষ্ঠানে এই হতাহতের ঘটনা ঘটে। খবর বিবিসির।

আনামব্রা প্রদেশের ‘দ্য হলি গোস্ট অ্যাডোরেশন’ মাঠে এক লাখের বেশি মানুষ জড়ো হয়। স্থানীয় মিডিয়াগুলো জানিয়েছে যে, হতাহতের সংখ্যা আরো বেশি হতে পারে। আনামব্রার গভর্নর পিটার ওবি আহতদের হাসপাতালে দেখতে গিয়েছেন। তিনি নিজেও ঐ অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন। কিন্তু এই ঘটনার অনেক আগেই তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, হতাহতের যে হাসপাতালে রাখা হয়েছে আমরা সেটি পরিদর্শন করেছি। সেখানে ঘটনাস্থল থেকে ১৭টি মৃতদেহ নিয়ে আসা হয়েছে।

(দিরিপোর্ট২৪/আদসি/জেএম/নভেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর