thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

রাজধানীতে ভিওআইপি সরঞ্জামসহ আটক তিন

২০১৪ জানুয়ারি ৩০ ০২:৫২:৪১
রাজধানীতে ভিওআইপি সরঞ্জামসহ আটক তিন

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পূর্ব মনিপুর এলাকা থেকে ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। এ সময় তিনজনকে আটক করা হয়। বুধবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ভিওআইপি সরঞ্জামসহ তাদের আটক করা হয়।

পূর্ব মনিপুরের কাঁঠালতলা এলাকায় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ১০৪২ নম্বর বিল্ডিংয়ের নিচতলায় ভিওআইপি সরঞ্জামসহ তিনজনকে আটক করে র‌্যাব-২। আটকরা হলো মো. ইয়াছিন খন্দকার (৪০), মো. আবুল হোসেন (৪১) ও মো. আব্দুল জলিল (৩৯)।

র‌্যাব-২-এর অপারেশন অফিসার এএসপি রাহান উদ্দিন খান জানান, প্রায় তিন মাস যাবৎ তারা এ অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনা করে আসছে। তারা এ অবৈধ ভিওআইপি সরঞ্জাম সিলেট থেকে ক্রয় করে। উদ্ধার অবৈধ ভিওআইপি সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। র‌্যাব-২ এ ধরনের অবৈধ ভিওআইপি ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।

(দ্য রিপোর্ট/এনইউডি/এএস/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর