thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ঢাবির ছাত্র-পিকক বার কর্মচারীদের হাতাহাতি

২০১৪ জানুয়ারি ৩০ ০৩:১১:৫৫
ঢাবির ছাত্র-পিকক বার কর্মচারীদের হাতাহাতি

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের সঙ্গে শাহবাগের পিকক বারের কর্মচারীদের কথা কাটাকাটির এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। বুধবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। খবরটি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই সুরুজ।

এসআই সুরুজ দ্য রিপোর্টকে বলেন, ‘মদ খাওয়ার পর টাকা-পয়সা নিয়ে সমস্যার সৃষ্টি হয়। ছেলেটি পরে হল থেকে তার বন্ধু-বান্ধবদের নিয়ে আসে। তারা মারামারি করতে উদ্যত হয়। কিন্তু হলের নেতাদের নির্দেশে সহিংসতা হয়নি। পরে তারা হলে ফিরে যায়।’

তিনি আরও বলেন, ‘এমনিতেই রাস্তায় গাড়ি কম। তারপরও গাড়ি ভাঙচুরের আশঙ্কা দেখা দিলে আমরা কারওয়ান বাজার রুটের গাড়ির মোড় ঘুরিয়ে দিই। সব গাড়ি কাঁটাবন দিয়ে যায়। ২০ থেকে ৪০ মিনিট পর আবারও গাড়ি চলাচল স্বাভাবিক করে ফেলি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।’

(দ্য রিপোর্ট/আইএফ/এএস/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর