thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ মে 24, ৩০ বৈশাখ ১৪৩১,  ৫ জিলকদ  1445

জেনেভা শান্তি আলোচনায় অগ্রগতি নেই

২০১৪ জানুয়ারি ৩০ ০৩:৩৫:৫৫
জেনেভা শান্তি আলোচনায় অগ্রগতি নেই

দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত শান্তি আলোচনা থেকে ফলপ্রসূ কিছু অর্জিত হবে বলে আশা করছেন না জাতিসংঘ ও আবর লিগের মধ্যস্থতাকারী লাখদার ব্রাহিমি। বুধবার তার বরাত দিয়ে বিবিসি এ কথা জানায়। এদিকে জাতিসংঘ বলছে আলোচনায় সামান্য অগ্রগতি হয়েছে।

বিবদমান দুই পক্ষের মধ্যে এখনো বিশাল দূরত্ব রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে তিনি আশাহত নন। তার ভাষায়, বরফ আস্তে আস্তে গলে।

তিনি আরও আশা করেন, পক্ষ দুটির মধ্যকার দূরত্ব নিরসনে রাশিয়া ও যুক্তরাষ্ট্র কাজ করে যাবে।

সপ্তাহব্যাপী আলোচনা হলেও দেশটির মানবাধিকার পরিস্থিতির কোনো অগ্রগতি হয়নি। বিশেষ করে হোমস শহরের মানবিক বিপর্যয় এখানে গুরুত্ব পেয়েছে।

তিনি জানান, হোমস শহরে মানবিক সাহায্য নিয়ে যাওয়া নিয়ে জাতিসংঘ ও সিরীয় সরকার এখনো আলোচনা করছে।

আগের দিন তিনি বলেন, ‘আমরা এখনো কোনো সাফল্য অর্জন করিনি, কিন্তু আমরা এখনো এখানে বসে আছি। কেউ উঠে যাচ্ছে না, কেউ সরে পড়ছে না, আমার দৃষ্টিতে এটিই যথেষ্ট।’

আলোচনার দ্বিতীয় পর্বের সময় ঠিক হবে আগামী শুক্রবার। তিনি আশা করেন দ্বিতীয় পর্বের আলোচনা আরও কাঠামোবদ্ধ ও ফলপ্রসূ হবে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/এএস/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর