thereport24.com
ঢাকা, বুধবার, ১৬ জুলাই 25, ১ শ্রাবণ ১৪৩২,  ২০ মহররম 1447

প্রতিদিনের সংবাদ পত্রিকার সম্পাদক হলেন আবু সাঈদ খান

২০১৬ জানুয়ারি ১০ ১১:২৮:১২
প্রতিদিনের সংবাদ পত্রিকার সম্পাদক হলেন আবু সাঈদ খান

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রতিদিনের সংবাদ পত্রিকার সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাঈদ খান। পত্রিকাটির প্রকাশক সাংসদ মো. তাজুল ইসলাম। দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান মানবজমিন পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দৈনিক সমকাল পত্রিকায় প্রথমে সহকারী সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কাজ করেছেন।

প্রতিদিনের সংবাদ পত্রিকাটি এতদিন সীমিত পরিসরে প্রকাশিত হলেও আবু সাঈদ খানকে নিয়োগ দেওয়ার মাধ্যমে বৃহত্তর পাঠকগোষ্ঠীর সামনে পত্রিকাটিকে আনার পরিকল্পনা করছেন প্রকাশক ও সাংসদ মো. তাজুল ইসলাম।

নতুন কর্মক্ষেত্রে যোগ দিয়ে আবু সাঈদ খান জানিয়েছেন, প্রতিদিনের সংবাদের নবযাত্রার পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মার্চ মাসে পত্রিকাটির নবযাত্রা শুরু হবে। নতুন আইডিয়া আর চমক নিয়ে পাঠকের সামনে হাজির হবে পত্রিকাটি।

(দ্য রিপোর্ট/এএসটি/এইচ/জানুয়ারি ১০, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর