thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

মোহাম্মদপুরে আ.লীগ নেতার লাশ উদ্ধার

২০১৪ জানুয়ারি ৩০ ১০:৪১:৫৮
মোহাম্মদপুরে আ.লীগ নেতার লাশ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর থানার রুহিঙ্গাপাড়ির ঘাট এলাকায় একটি বাসা থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম আলাউদ্দিন (৪৫)। তিনি ৪৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক শামসুল হক বলেন, ‘আমরা খবর পেয়ে সকাল ৯টার দিকে আলাউদ্দিনের লাশ উদ্ধার করি।’ মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে আমরা এখন পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত না।’

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/এএইচএ/এমসি/শাহ/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর