thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ফখরুল-আব্বাস-আমানের মামলার শুনানি ৩০ মার্চ

২০১৪ জানুয়ারি ৩০ ১১:০১:২২
ফখরুল-আব্বাস-আমানের মামলার শুনানি ৩০ মার্চ

দ্য রিপোর্ট প্রতিবেদক : গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দানের ঘটনায় দায়েরকৃত ৩টি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ‍মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ দলটির নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩০ মার্চ ধার্য করেছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম মো. তারেক মঈনুল ইসলাম আজ মির্জা ফকরুল ইসলাম ও আমানউল্লাহ আমানের উপস্থিতিতে এ দিন ধার্য করেন। শাজাহানপুর (নং-৩/৩/১৩) ও পল্টন থানায় দায়ের করা মামলায় (নং-৪/৩/১৩) মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতাকর্মীরা রয়েছেন।

পল্টন থানায় দায়ের করা অপর একটি মামলায় (নং-১৩/৩/১৩) মির্জা ফখরুল বাদে অন্যান্য নেতাকর্মীরা রয়েছেন।

শুনানিতে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ অন্যান্য আইনজীবীরা।

(দ্য রিপোর্ট/জেএ/এফএস/এমডি/শাহ/এএল/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর