thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাবিতে শিক্ষার্থীদের ধর্মঘট চলছে

২০১৪ জানুয়ারি ৩০ ১১:১০:৪৪
রাবিতে শিক্ষার্থীদের ধর্মঘট চলছে

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্ধিত ফি প্রত্যাহার ও বিভিন্ন বিভাগে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে শিক্ষার্থীদের বুধবারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার ধর্মঘট চলছে।

সকাল সাড়ে ৮টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সব ভবনের সামনে অবস্থান নিয়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বেলা ১১টায় তারা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশ করে সেখান থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রশাসন ভবন ঘেরাও কর্মসূচি পালন করবেন। বুধবার প্রশাসন ভবন অবরোধ কর্মসূচি পালনের পর তারা ক্লাস-পরীক্ষা বর্জন ও ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেন। তবে প্রশাসনিক কার্যক্রম ও বিশ্ববিদ্যালয় পরিবহণ চলাচল করতে পারবে বলে জানিয়েছেন তারা।

দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। ‘বর্ধিত ফি প্রত্যাহার ও বাণিজ্যিক সান্ধ্য কোর্স বিরোধী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে মঙ্গলবার থেকে এ শিক্ষার্থীদের আন্দোলন চলছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বাণিজ্যিক সান্ধ্য কোর্স চালুর নামে শিক্ষা ধ্বংসের চক্রান্তে লিপ্ত হয়েছে । বিভিন্ন ফি দ্বিগুণ থেকে শুরু করে কোনো কোনো ক্ষেত্রে এই ফি পাঁচগুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। যার ফলে দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা স্বল্প খরচে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে।

শিক্ষার্থীরা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েও এখানে শিক্ষা ও সনদ বাণিজ্যকরণ শুরু হয়েছে। তারা দ্রুত বর্ধিত ফি ও সান্ধ্য কোর্স বাতিলের দাবি জানান।

(দ্য রিপোর্ট/এমএএ/এমসি/এএল/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর