thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

চুয়াডাঙ্গায় ইটভাটায় চাদাবাজদের গুলিতে নিহত ১

২০১৪ জানুয়ারি ৩০ ১১:৩৫:০০
চুয়াডাঙ্গায় ইটভাটায় চাদাবাজদের গুলিতে নিহত ১

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের একটি ইটভাটায় চাদাবাজদের গুলিতে একজন শ্রমিক নিহত ও ৬ জন আহত হয়েছেন।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ও এলাকাবাসী জানিয়েছেন, বুধবার রাত ২টার পর মুসা মিয়ার ইটভাটায় ৫-৬ জনের একটি সশস্ত্র চাদাবাজ দল পূর্ব নির্ধারিত পাঁচ লাখ চাদার টাকা নিতে ইটভাটায় আসে। এ সময় তারা টাকা না পেয়ে বন্দুক বের করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। ওই মুহূর্তে ঘটনাস্থলেই পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার শাহপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে সুজন (৩৫) নিহত হয় এবং চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনার ভুলু মণ্ডলের ছেলে আব্দুল লতিফ (৩২) গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক।

আরও আহত হয়, ইটভাটার ব্যবস্থাপক কুমারী গ্রামের তরাপ আলীর ছেলে গোলাপ আলী (৪০), কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলার পাগলা মালিহাদ গ্রামের সিদ্দিক (৩৫), পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার শাহপুর গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে রবিউল (৩৭), একই গ্রামের রহমত আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৮) ও মাঝের আলীর ছেলে রবি (৩২)। আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শ্রমিক সুমনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানায় এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।

(দ্য রিপোর্ট/আরআর/এমসি/এএল/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর