thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

খন্দকার মোশাররফের মানহানি মামলার শুনানি ৩০ মার্চ

২০১৪ জানুয়ারি ৩০ ১২:০৫:০৫
খন্দকার মোশাররফের মানহানি মামলার শুনানি ৩০ মার্চ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের মানহানি মামলার অভিযোগ গঠনের শুনানি ৩০ মার্চ ধার্য করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম মো. হারুন অর রশীদ বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন। এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন আজকেই ধার্য ছিল।

খন্দকার মোশাররফ হোসেনের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করে বলেন, এ মামলা বাতিলের বিষয়ে হাইকোর্টে একটি রিট হয়েছে। তাই মহামান্য আদালতের কাছে সময়ের আবেদন করেছি। পরে আদালত এই দিন ধার্য করে।

উল্লেখ্য, জাতীয় প্রেস ক্লাবে ৩১ ডিসেম্বর ২০১২ তারিখে জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, ‘এই সরকার যদি জোর করে ক্ষমতায় থাকতে চায় তাহলে তার বাবার মতো পরিণতি হতে পারে।’ এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানক্ষুণ্ন হয়েছে বলে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ২০ জানুয়ারি ২০১৩ একটি মামলা করেন।

(দ্য রিপোর্ট/জেএ/এফএস/এমডি/শাহ/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর