thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার প্রতিশ্রুতি কেনিয়ার

২০১৩ নভেম্বর ০৩ ১০:২৭:২৭
ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার প্রতিশ্রুতি কেনিয়ার

দিরিপোর্ট২৪ ডেস্ক : কেনিয়ায় ১৬ বছরের এক কিশেরীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর আগে ওই কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তিন ব্যক্তিকে ঘাস কাটার শাস্তি দিয়ে ছেড়ে দেয় পুলিশ। খবর বিবিসি’র।

ধর্ষণের পর অচেতন অবস্থায় ওই কিশোরীকে একটি গর্তে ফেলে দেওয়া হয়। এ ঘটনার সঙ্গে সব মিলিয়ে ছয় ব্যক্তি জড়িত রয়েছে। এই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানী নাইরোবিতে শত শত মানুষ একটি বিক্ষোভে জড়ো হয়। সেখান থেকে তারা ন্যায়বিচার দাবি করে ১৩ লাখ মানুষের স্বাক্ষরসম্বলিত একটি আবেদন অনলাইনে প্রকাশ করে। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ধর্ষণের জন্য ঘাস কাটার শাস্তিকে ‘বিশ্বের সবচেয়ে বাজে শাস্তি’ বলে অভিহিত করেছেন।

কেনিয়ার প্রধান বিচারপতি উইলি মুতুঙ্গা বলেছেন, এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নিতে ন্যাশনাল কাউন্সিল ফর দ্য অ্যাডমিনেস্ট্রেশন অব জাস্টিসের কাছে বিষয়টি পাঠানো হয়েছে।

গত জুন মাসে পশ্চিমাঞ্চলীয় কেনিয়ায় তার দাদার শেষকৃত্যানুষ্ঠান থেকে ফেরার পথে লিজ (ছদ্মনাম) এই হামলার শিকার হন। হামলার পর তাকে একটি গর্তে ফেলে দিলে, তিনি পিঠে আঘাত পান। এখন চলাফেরা করার জন্য তাকে হুইলচেয়ার ব্যবহার করতে হয়।

ওই কিশোরী ধর্ষণের এ ঘটনা দেশটির প্রভাবশালী ডেইলি ন্যাশন পত্রিকায় প্রকাশিত হলে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। পত্রিকাটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ধর্ষণের শিকার কিশোরী এ ঘটনার সঙ্গে জড়িত তিন ব্যক্তি চিহ্নিত করে। কিন্তু স্থানীয় পুলিশ ওই ধর্ষককে ঘাস কাটার শাস্তি দিয়ে ছেড়ে দেয়।

(দিরিপোর্ট২৪/আদসি/নভেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর