thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাবিতে ককটেল বিস্ফোরণ

২০১৪ জানুয়ারি ৩০ ১২:৫১:২৯
রাবিতে ককটেল বিস্ফোরণ

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্ধিত ফি বাতিল ও সান্ধ্য কোর্স বন্ধের দাবিতে আন্দোলন চলাকালে ক্যাম্পাসে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিশ্ববিদ্যালয়ের তিনটি স্থানে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনই আন্দোলন দমাতে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ দিকে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সকল ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করছিল। এ সময় একটি সাদা মাইক্রোবাসে কয়েকজন দুর্বৃত্ত এসে উপাচার্যের বাসভবনের সামনে, ছাত্র ইউনিয়নের দলীয় টেন্টে ও বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে একটি করে ককটেল ফাটিয়ে পালিয়ে যায় তারা। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা ১৯ জানুয়ারি থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। প্রশাসন আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে তা দমাতেই এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুর নূর বলেন, ‘কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা আমরা জানতে পারিনি। তবে ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে বিভিন্ন ভবনের সামনে অতিরিক্ত পাঁচ গাড়ি পুলিশ মোতায়েন করা হয়েছে।’

রাবি প্রক্টর প্রফেসর ড. তারিকুল হাসান বলেন, ‘কারা এ ঘটনা ঘটিয়েছে তা চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে এ নিয়ে তদন্ত চলছে। ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।’

(দ্য রিপোর্ট/এমএএ/এফএস/এমসি/এএল/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর