thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

২০১৪ জানুয়ারি ৩০ ১৩:০২:১৩
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চার ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার রাত ৪টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, সন্ধ্যা রাতে কুয়াশা দেখা যায়নি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। রাত ৪টার দিকে প্রচণ্ড কুয়াশা পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়। এ সময় দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা রো রো ফেরি কপোতী, কুমারী, খানজাহান আলী, আমানত শাহ, হামিদুর রহমান ৭০-৮০টি যাত্রীবাহী বাস ট্রাক ও পণ্যবাহী গাড়ি নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে।

কুয়াশা ধীরে ধীরে কমতে থাকলে সকাল ৮টার দিকে আবার ফেরি পারাপার চালু করা হয়।

রাসেল আরও জানান, অগ্রাধিকার ভিত্তিতে রাতে আটকে পড়া বাস ও ছোট যানবাহন আগে ফেরিতে পারের ব্যবস্থা করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনইউ/ইইউ/শাহ/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর