thereport24.com
ঢাকা, বুধবার, ২২ মে 24, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১৪ জিলকদ  1445

‘এটি প্রহসনের রায়’

২০১৪ জানুয়ারি ৩০ ১৫:২৬:১৩
‘এটি প্রহসনের রায়’

চট্টগ্রাম অফিস : দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত আসামি ও সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দারের আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ বলেছেন, এটি প্রহসনের রায়।’

তিনি বলেন, ‘রাষ্ট্রযন্ত্র পরিকল্পনা করেছে এ মামলায় কিছু লোককে ফাঁসাবেন। এ রায়ে রাষ্ট্রযন্ত্রের সেই ইচ্ছার প্রতিফলন ঘটেছে। আমরা ন্যায় বিচার পাইনি।’

সিনিয়র আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে উচ্চ আদালতে যাওয়া হবে বলেও জানান তিনি।

রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, মামলায় ২৬৫ সাক্ষীর মধ্যে মাত্র ৫৬ সাক্ষ্য নেওয়া হয়েছে। এর উপর ভিত্তি করে দুজন সাবেক মন্ত্রী, গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের দণ্ডিত করা হয়েছে। রাজনৈতিক কারণে এ রায়ে তাদের ফাঁসানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এমকে/এমএআর/আরকে/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর