thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

`দুদকের গতিশীলতায় আর বাধা নেই’

২০১৪ জানুয়ারি ৩০ ১৫:৪৭:১০
`দুদকের গতিশীলতায় আর বাধা নেই’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বর্তমানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাজের গতিশীলতা বৃদ্ধিতে আর কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামান।

সরকারি কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়ে ২০১৩ সালের দুদক সংশোধিত আইনের সংশ্লিষ্ট ধারা বাতিল হওয়ায় রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

২০১২ সালের ১১ নভেম্বর সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধা দিয়ে ৩২(ক) ধারা সংযুক্ত করে দুদক সংশোধন আইন, ২০১৩ পাস হয়।

মো. বদিউজ্জামান বলেন, ‘এ ধারা বাতিলের ফলে শক্তিশালী দুদক হওয়ার পথে আর কোনো বাধা নেই। এ ফলে দুদক আরও শক্তিশালী হবে।’

তিনি আরও বলেন, ‘সংশোধিত দুদক আইন, ২০১৩ এর ৩২(ক) ধারা যে দুদক আইন ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক তা আমি আগেই বলেছি। উচ্চ আদালত যুক্তিযুক্তভাবে এ ধারা বাতিলের আদেশ দেওয়ায় তা কমিশনের জন্য ভালো হয়েছে। এর ফলে দুর্নীতির বিরুদ্ধে দুদকের কর্মকাণ্ডের তৎপরতা আরও বৃদ্ধি পাবে।’

(দ্য রিপোর্ট/এইচবিএস/এমডি/আরকে/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর