thereport24.com
ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১,  ১৮ জমাদিউল আউয়াল 1446

জাতীয় নাট্যশালায় রাজা হিমাদ্রির

২০১৪ জানুয়ারি ৩০ ১৫:৫৬:৫৮
জাতীয় নাট্যশালায় রাজা হিমাদ্রির

দ্য রিপোর্ট প্রতিবেদক : শিল্পকলা একাডেমীর মূল মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে দৃষ্টিপাত নাট্যদলের ‘রাজা হিমাদ্রির’। বিশ্বাঙ্গনে অমর গ্রিক ট্রাজিক নাট্যকার সফোক্লিসের কালজয়ী ‘ইডিপাস’ অবলম্বনে নিমির্ত হয়েছে নাটকটি। নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন ড. খন্দকার তাজমি নূর। রাজা হিমাদ্রির নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— তাজমি নূর, মারজানা বর্ষা, আবদুল হালিম আজিজ, জাহাঙ্গীর বকুল, জহির বিশ্বাস, শ্রেয়া খন্দকার, রবিউল মাহমুদ ইয়াং, বৈদ্যনাথ অধিকারী, রফিক, সুপ্তি, মাহবুব, সাধন, মনোজ, চন্দ্র, মাসুদ রানা ও তানজিম।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৫ জুন নাটকটির প্রথম মঞ্চায়ন হয়। এরপর দেশের বিভিন্ন স্থানে এবং পশ্চিমবঙ্গের কলকাতায়ও এই নাটকের প্রদর্শনী হয়।

(দ্য রিপোর্ট/এমএ/এইচএসএম/আরকে/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর