thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

বিএসএফের হাতে কৃষক নির্যাতন

২০১৪ জানুয়ারি ৩০ ১৬:০০:৫১
বিএসএফের হাতে কৃষক নির্যাতন

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লা বুড়িচংয়ে ময়নাল হোসেন (৩৮) নামে এক কৃষককে ধরে নিয়ে নির্যাতন শেষে আহত অবস্থায় জিরো পয়েন্টে ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে।

উপজেলার রাজাপুর ইউনিয়নের বাতান বাড়ি ভারত সীমান্ত এলাকায় বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার রাজাপুর ইউনিয়নের উত্তর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে কৃষক ময়নাল ভারত সীমান্ত সংলগ্ন বাতান বাড়ি এলাকায় গরু নিয়ে যায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ সদস্যরা তাকে ডেকে নিয়ে মারধর শেষে আহত অবস্থায় জিরো পয়েন্টে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বুড়িচং সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করে।

কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মামুন আল মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে দ্য রিপোর্টকে বলেন, সকালে কৃষক ময়নাল ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকায় কাজ করতে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে মারধর করে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে যায়।

এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফ সদর দফতরে চিঠি পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

(দ্য রিপোর্ট/জেপি/এমএআর/আরকে/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর