thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

উভচর গাড়িতে বিশ্বভ্রমণ

২০১৩ নভেম্বর ০৩ ১২:০১:৩৪
উভচর গাড়িতে বিশ্বভ্রমণ

দিরিপোর্ট২৪ ডেস্ক: উভচর প্রাণীর কথা তো সবাই জানে। কিন্তু উভচর গাড়ির কথা কি শুনেছেন? এবার উভচর গাড়ি নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েছেন এস্তোনিয়ার মেইট নেলসন (৪৪)।উভচর গাড়িটি নিয়ে জল-স্থলের ৬০ হাজার কিলোমিটার পাড়ি দেবেন তিনি।

পেশায় মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ার নেলসন টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িটিকে বদলে নিয়েছেন উভচর গাড়িতে। গাড়িটির নাম দিয়েছেন অ্যাম্ফিবার। গাড়িটি স্থলের পাশাপাশি চলতে পারবে নদী, এমনকি সাগর-মহাসাগরেও।

শনিবার এস্তোনিয়ার রাজধানী তাল্লিন থেকে যাত্রা শুরু করেন নেলসন। এসময় তার বন্ধুবান্ধব ও ভক্তরা তাকে বিদায় জানান। বিশ্বভ্রমণে নেলসনের নয়মাস লাগতে পারে।

১০ বছর বয়স থেকেই এরকম একটি গাড়ির স্বপ্ন ছিল নেলসনের। যাত্রা শুরুর সময় বার্তা সংস্থা এএফপিকে এমনটাই জানালেন নেলসন। তিনি বলেন, ‘পূর্ব এস্তোনিয়ার পেইপসি হ্রদের কাছে আমাদের একটা কটেজ ছিল।সেখানে আমি গরমকাল কাটাতাম। তখন থেকেই এরকম একটি গাড়ির স্বপ্ন ছিল আমার।’

নেলসনের নিজস্ব ওয়েবসাইটে পোস্ট করা ছবিতে দেখা গেছে, গাড়িটির চারপাশে সংযুক্ত পাখা প্রয়োজনে এটিকে ১০ মিটার দীর্ঘ নৌকাতে রূপান্তরিত করবে। গাড়িতে একটি নোঙ্গর, একটি হাইড্রোলিক পাম্প ও একটি পোর্টেবল টয়লেট আছে।গাড়িটির পেছনের দরজার দিকে একটি চুলাও আছে।

নেলসন জানানস, উভচর গাড়ি তিনি প্রথম পাড়ি দেবেন জিব্রাল্টার প্রণালী। তার পাড়ি দেয়া প্রথম নদী হবে সেনেগাল নদী আর প্রথম মহাসাগর হবে আটলান্টিক মহাসাগর। যাত্রাপথে নেলসনের সঙ্গে যোগ দেবেন আরো অনেকে।

এপর্যন্ত গাড়িটি নিয়ে প্রায় দুইশ’ ঘণ্টা সমুদ্রে কাটিয়েছেন নেলসন।

কোনো সমস্যা না হলে অ্যাম্ফিবার পানিতে একদিনে ১২০ নটিক্যাল মাইল পাড়ি দিতে পারবে। আর সড়কপথে ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে চলতে পারবে।

নৌকার সঙ্গে তুলনা করলে উভচর গাড়ির কিছু অসুবিধা আছে বলে জানান নেলসন। তিনি বলেন, অ্যাম্ফিবারের কেন্দ্রের ভর অনেক বেশি। এছাড়া, কর্মী ও সরঞ্জাম রাখার জন্য পর্যাপ্ত ঘরও নেই।

তবে, এর সবচেয়ে বড়ো সুবিধা হলো বাতাস কম থাকলেও এটি চলতে পারবে। ফলে পাল তোলা নৌকার মতো বেশি বাতাসে উল্টে যাওয়ার ঝুঁকিও কম থাকবে।

বিশ্বভ্রমণে অ্যাম্ফিবার নিয়ে নেলসন যে দেশগুলো পাড়ি দেবেন সেগুলো হচ্ছে- এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সেনেগাল ইতালি, ফ্রান্স, স্পেন, মরক্কো, মৌতানিয়া, কেপ ভার্দে, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু, কলম্বিয়া, পানামা, নিকারাগুয়া, হন্ডুরাস, গুয়াতেমালা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও রাশিয়া। সূত্র: এএফপি

(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর