thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১,  ১৭ জমাদিউল আউয়াল 1446

পথনাটক উৎসব শুরু শনিবার

২০১৪ জানুয়ারি ৩০ ১৬:৫২:১০
পথনাটক উৎসব শুরু শনিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ‘সহিংসতার বিরুদ্ধে সংস্কৃতি’ স্লোগানে সপ্তাহব্যাপী জাতীয় ও বিভাগীয় নাট্যোৎসবের আয়োজন করেছে। গ্রুপ থিয়েটার ফেডারেশনের পাঁচমাসব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান জাতীয় সংগীত এবং একুশের সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি লিয়াকত আলী লাকী, সেক্রেটারি ঝুনা চৌধুরী, উৎসব কমিটির আহবায় চন্দন রেজা, নাট্যকর্মী খোরশেদ আলম।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘সংস্কৃতি আপোষহীন। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেই সংস্কৃতি বিকশিত হয়। সংস্কৃতি বদ্ধ কোন জলাময় নয়, খরস্রোতা নদীর মতো প্রবাহিত হয় লোকালয়ে আর ইতিহাসের পাতাজুড়ে। নাটক, গান, কবিতা, চারুকলা, চলচ্চিত্র আর সাহিত্যের মধ্য দিয়ে অশুভ শক্তির মুখোশ আমাদের উন্মোচন করতেই হবে। এ সব সত্যকে উপলব্ধি করে দেশের নানা সংকটে গ্রুপ থিয়েটার সাংস্কৃতিক ভাষায় প্রতিবাদ করেছে। এবারের আয়োজনও তার ব্যতিক্রম নয়।’

সপ্তাহব্যাপী আয়োজনের মধ্যে পথনাটক পরিবেশনায় অংশ নেবে উদীচী, ঢাকা সাংস্কৃতিক দল, মহাকাল নাট্যসম্প্রদায়, অপেরা, মুক্তালয় নাট্যাঙ্গন, ব্রাক্ষ্মণবাড়িয়া, সাহিত্য একাডেমী, খেয়ালী নাট্যগোষ্ঠী, চন্দ্রকলা থিয়েটার, অনসাম্বল থিয়েটার (ময়মনসিংহ), পদাতিক নাট্যসংসদ (টিএসসি, থিয়েটার আর্ট ইউনিট, নাট্যযোদ্ধা, নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল, মানষ নাট্যঙ্গন, একতা নাট্যগোষ্ঠী, জাগরণী থিয়েটার, দেশ নাটক, শব্দ নাট্যচর্চা কেন্দ্র, নগরী নাট্যগোষ্ঠী, থিয়েটার (তোপখানা), ইউনিভার্সেল থিয়েটার, অনির্বাণ থিয়েটার, নাট্যধারা, বিবর্তন নাট্যগোষ্ঠী, শহীদ সুফী নাট্যচক্র (ফরিদপুর), বনলতা, দৃষ্টিপাত নাট্য সংসদ, রঙ্গনা নাট্যগোষ্ঠী, ভিশন থিয়েটার, শংসপ্তক নাট্যদল, অনুশীলন নাট্যদল, ফাকা ঢাকা ড্রামা, ঢাকা পদাতিক প্রভৃতি সংগঠন। পথনাটক ছাড়া রয়েছে গান, কবিতা আবৃত্তি, আলোচনা ও প্রতিবাদী নৃত্য।

প্রসঙ্গত, ২৭ মার্চ বিশ্বনাট্য দিবসে একযোগে সারা দেশে পালনের মধ্য দিয়ে পাঁচ মাসব্যাপী কর্মসূচির সমাপ্ত হবে।

(দ্য রিপোর্ট/এমএ/এমসি/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিল্প ও সংস্কৃতি এর সর্বশেষ খবর

শিল্প ও সংস্কৃতি - এর সব খবর