thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ফেন্সিডিল ব্যবসায়ীর যাবজ্জীবন

২০১৪ জানুয়ারি ৩০ ১৬:৪৭:৪২
ফেন্সিডিল ব্যবসায়ীর যাবজ্জীবন

রাজশাহী সংবাদদাতা : জেলায় বাইরুল ইসলাম নামের এক ফেন্সিডিল ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল। বিচারক শামসুল আলম খান বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।

বাইরুল ইসলামকে আরও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বাইরুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একবারপুর এলাকায়। তিনি জসিমুদ্দীনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৭ আগস্ট রাতে বাইরুল ইসলাম ১১ লিটার তরল ফেন্সিডিল কন্টেইনারে করে বিক্রি করার উদ্দেশে সাইকেলযোগে শিবগঞ্জের কানসাট বাজারে যাচ্ছিলেন। এ সময় টহলরত পুলিশের সঙ্গে তার সাইকেলের ধাক্কা লাগে। পরে তার কথাবার্তায় সন্দেহ হলে কন্টেইনারসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই দিনই শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।

মামলাটি প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আদালতে বিচারাধীন ছিল। পরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

(দ্য রিপোর্ট/এমএইচজে/এমএইচও/এমএআর/আরকে/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর