thereport24.com
ঢাকা, বুধবার, ১ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ১ রজব 1446

দল নিবন্ধন পেতে ইসির ‘শর্তের’ বৈধতার রিট খারিজ

২০১৪ জানুয়ারি ৩০ ১৭:১৫:৫৮
দল নিবন্ধন পেতে ইসির ‘শর্তের’ বৈধতার রিট খারিজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের দেওয়া শর্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ ওই রিট খারিজ করে দেন।

সাইফ উদ্দিন আহমেদ নামে এক ব্যক্তি ওই রিটটি দায়ের করেছিলেন। রিটের প্রাথমিক শুনানির পর গত বছর হাইকোর্ট রুল দিয়েছিলেন।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন গরীবে নেওয়াজ। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন শাহদীন মালিক। তাকে সহায়তা করেন মো. মনজুর আলম।

পরে শাহদীন মালিক বলেন, ২০০৯ সালে সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৯০(বি) ধারা এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা-২০০৮’র বিধি-৬ চ্যালেঞ্জ করে একটি রিট হয়েছিল। আদালত সেই রিট খারিজ করে দিয়েছেন।

মো. মনজুর আলম সাংবাদিকদের বলেন, ২০০৮ সালে রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালায় বেশকিছু পরিবর্তন আনা হয়। এর মধ্যে বিধি-৬’এ বলা হয়েছে, নিবন্ধন পেতে একটি সক্রিয় কেন্দ্রীয় দপ্তরসহ এক তৃতীয়াংশ জেলায় দপ্তর, একশটি উপজেলা বা মেট্টোপলিটন থানায় দপ্তর থাকতে হবে। প্রতি উপজেলা বা থানায় সদস্য হিসাবে অন্তত ২ শত ভোটার থাকতে হবে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৯০(বি)’তেও একই বিষয় রয়েছে।

(দ্য রিপোর্ট/এসএ/এসবি/আরকে/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর