thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

লোহাগড়ায় চা বিক্রেতার মৃতদেহ উদ্ধার

২০১৪ জানুয়ারি ৩০ ১৭:৪১:১৭
লোহাগড়ায় চা বিক্রেতার মৃতদেহ উদ্ধার

নড়াইল সংবাদদাতা : জেলার লোহাগাড়া উপজেলার দিঘলিয়া পূর্বপাড় এলাকা থেকে চা বিক্রেতা তুর্কি মোল্লার (৩৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কোটাকোল ইউপির ভাটপাড়া গ্রামের মৃত নালু মোল্লার ছেলে।

লোহাগড়া থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য রিপোর্টকে জানান, সম্ভবত তুর্কিকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এলাকাবাসী জানায়, তুর্কির মৃতদেহ বুধবার রাত ১০টার দিকে উপজেলার কোটাকোল ইউপির ভাটপাড়া গ্রামে দিঘলিয়া বাজার সংলগ্ন ব্রিজের পূর্ব-উত্তর পাড়ের ক্ষেতে দেখা যায়। পরে লোহাগড়া থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

তুর্কি মোল্লা পেশায় চা বিক্রেতা ছিলেন।

(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/এমএআর/আরকে/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর