thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

শীঘ্রই বন্ধ বিদ্যুৎ কেন্দ্র চালু : জ্বালানি উপদেষ্টা

২০১৪ জানুয়ারি ৩০ ১৭:৪৮:২৮
শীঘ্রই বন্ধ বিদ্যুৎ কেন্দ্র চালু : জ্বালানি উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী বলেছেন, ‘গ্যাস স্বল্পতার কারণে বন্ধ হওয়া বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প কারখানাগুলোতে শীঘ্রই গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে।’

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) আশুগঞ্জ কম্প্রেসার স্টেশন পরিদর্শন শেষে বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘জাতীয় গ্যাস সঞ্চালন লাইনে গ্যাসের চাপ স্বাভাবিক রাখতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও টাঙ্গাইলের এলেঙ্গায় দুটি কম্প্রেসার স্টেশন স্থাপন করছে জিটিসিএল। প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে এই কম্প্রেসার স্টেশন দুটির কাজ ইতোমধ্যে ৯৫ ভাগ শেষ হয়েছে। আগামী মার্চ মাসের যে কোন সময় প্রধানমন্ত্রী এটির উদ্বোধন করবেন।’

তিনি আরও জানান, ‘এই কম্প্রেসার স্টেশন চালু হলে গ্যাসের সকল সঞ্চালন লাইনে গ্যাসের চাপ সাতশ পিএসআই থেকে এক হাজার পিএসআইয়ে উন্নীত হবে। এতে দেশের সার কারখানা, বিদ্যুৎ কেন্দ্রসহ সকল অবকাঠামোতে গ্যাসের চাপ বাড়বে। দেশে গ্যাসের চাপ নিয়ে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী অঞ্চলে যে সংকট রয়েছে তাও সম্পূর্ণ কেটে যাবে। ফলে আবাসিক গ্রাহক পর্যায়ে গ্যাসের প্রেসার নিয়ে সকল সমস্যা মিটে যাবে।’

উপদেষ্টার সঙ্গে এ সময় জিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক জামিল-এ আলিম, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান, জিটিসিএলের মহাব্যবস্থাপক (ট্রান্সমিশন-ইস্ট) নিজামুল হাসান শরিফ, মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং) আমজাদ হোসেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পিপিএম, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দিপ কুমার সিংহসহ জিটিসিএলের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নির্মাণাধীন ৪৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিটের চলমান কাজ পরিদর্শন করেন। এ সময় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আলমসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এসকে/এমএআর/আরকে/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর