thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

মুক্তি পেলেন রিজভী আহমেদ

২০১৪ জানুয়ারি ৩০ ১৮:২৪:৩৬
মুক্তি পেলেন রিজভী আহমেদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির যুগ্ম-মহাসচিব ও দপ্তর-সম্পাদক রিজভী আহমেদ গ্রেফতার হওয়ার ৬২ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টায় তিনি মুক্তি পান।

গত ৩০ নভেম্বর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গভীর রাতে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। পরে রিজভী আহমেদকে শাহবাগ থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। পর্যায়ক্রমে তাকে শাহবাগ, রমনা, মতিঝিল, পল্টনসহ বিভিন্ন থানার ১০টি মামলায় গ্রেফতার দেখানো হয়।

সর্বশেষ গত সোমবার হাই কোর্ট থেকে জামিন পাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি।

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার দ্য রিপোর্টকে জানান, রাত ১০টার দিকে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে তার সঙ্গে দেখা করবেন রিজভী আহমেদ।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/জেএম/সা/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর