thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

‘আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী’

২০১৪ জানুয়ারি ৩০ ১৯:৪১:১৬
‘আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী’

দ্য রিপোর্ট প্রতিবেদক : লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ও ১৯ দলের নেতা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি গণতন্ত্রের হত্যাকারী হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদপত্রে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ সব কথা বলেন।

অলি আহমদ বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ।

ক্রসফায়ার, গুম, গুপ্ত হত্যা, জুলুম, নির্যাতন, ব্যাভিচার যত্রতত্র গ্রেফতারের কারণে রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মন্তব্য করেন তিনি।

অলি আহমদ বলেন, গৃহপালিত বিরোধী দল নিয়ে ২৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে।

তিনি বলেন, দেশের পত্র-পত্রিকা টেলিভিশনসহ প্রত্যেকটি প্রতিষ্ঠান সরকার এখন কঠোর ভাবে নিয়ন্ত্রণ করছে।

দেশে ভারতবিরোধী মনোভাব তীব্রতর হয়েছে, যা অতীতে বাংলাদেশে ছিল না বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/টিএস/এসবি/আরকে/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর