thereport24.com
ঢাকা, সোমবার, ২০ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১২ জিলকদ  1445

পোস্টার ছাপানোদের পদোন্নতি দিচ্ছেন এরশাদ

২০১৪ জানুয়ারি ৩০ ১৯:৫৫:০৩
পোস্টার ছাপানোদের পদোন্নতি দিচ্ছেন এরশাদ

সাগর আনোয়ার, দ্য রিপোর্ট : ‘আটক এরশাদের মুক্তি চাই’, ‘অবিলম্বে এরশাদের মুক্তি চাই’, ‘দুই নেত্রী নয়, এবার এরশাদ’ এমন পোস্টার লাগানো নেতাদের পদোন্নতি দিচ্ছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় এরশাদের বরাত দিয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সব পদোন্নতি দিচ্ছেন। সর্বশেষ ৩০ জানুয়ারি কেন্দ্রীয় কমিটির সদস্য সোমনাথ দে’কে মৎস্যজীবী পার্টির আহ্বায়ক হিসেবে অনুমোদন দেন এরশাদ। ৮ জানুয়ারি এরশাদ ‘আটক’ থাকা অবস্থায় সুনীল শুভরায় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সোমনাথ দে’কে মৎস্যজীবী পার্টির আহ্বায়ক ঘোষণা দিয়েছিলেন।

এর আগে এরশাদ ‘আটক’ থাকাবস্থায়ই ভাইস চেয়ারম্যান থেকে পদোন্নতি পান হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন। লালবাগ এলাকার বাসিন্দা মিলন রাজধানীজুড়ে ‘এরশাদের মুক্তির চাই’ স্লোগানে নিজের ছবি দিয়ে বড় বড় পোস্টার লাগিয়ে আলোচনায় আসেন। ১২ ডিসেম্বর র‌্যাব এরশাদকে হাসপাতালে নেওয়ার পর ১৫ ডিসেম্বর মিলনকে পদোন্নতি দিয়ে প্রেসিডিয়াম সদস্য নিয়োগ দেওয়া হয়।

পদোন্নতি পাওয়া প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন দ্য রিপোর্টকে বলেন, ‘স্যার অ্যারেস্ট হওয়ার ৩ ঘণ্টা আগে আমাকে জানান, তোমাকে প্রেসিডিয়াম সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। পরে আমি চিঠি পেয়েছি। দলের পক্ষে আমরা যে শ্রম দিয়েছি, অনেকেই তা করেননি।’

এ বিষয়ে সোমনাথ দে বলেন, ‘রাস্তার লোক তো কত কিছুই বলে। সবকিছু তো আর সিরিয়াসলি নেওয়া যাবে না।’

এ বিষয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় দ্য রিপোর্টকে বলেন, ‘যার যা প্রাপ্য তাদের সে অনুযায়ী পদোন্নতি দেওয়া হয়েছে। এখানে পোস্টার লাগানো কোনো ব্যাপার নয়।’

(দ্য রিপোর্ট/সাআ/এসকে/সা/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর