thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

‘ঢাবিতে শিক্ষার নামে বাণিজ্য চলছে’

২০১৪ জানুয়ারি ৩০ ১৯:৫৮:১৮
‘ঢাবিতে শিক্ষার নামে বাণিজ্য চলছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন বিভাগ টেলিভিশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে শিক্ষার নামে ভর্তি বাণিজ্য চলছে বলে অভিযোগ করেছে প্রগতিশীল বাম ছাত্র সংগঠন।

বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাবি সভাপতি রাশেদ শাহরিয়ার।

লিখিত বক্তব্যে বলা হয়, ঢাবিতে এভাবে টাকার বিনিময়ে শিক্ষা বিক্রির আয়োজন দেখে সাধারণ শিক্ষার্থীরা হতভম্ব হয়ে পড়েছেন। গরীব ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা এতে বড় ধরনের বিপদে পড়েছেন। ফলে তাদের বেশির ভাগ শিক্ষার্থী অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়ার চিন্তা করছেন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ রকম বিভিন্ন বিভাগে ফি বৃদ্ধি, সান্ধ্যকালীন কোর্সের নামে শিক্ষা বাণিজ্য করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পরিণত করার চেষ্টা করা হচ্ছে।

এ সময় ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি মারুফ বিল্লাহ তন্ময়, সাধারণ সম্পাদক লিটন নন্দী, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মাসুদ, ছাত্রফ্রন্টের সহ-সভাপতি ইভা মজুমদার, ঢাবি আহ্বায়ক প্রীতিলতা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টেলিভিশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বছরই প্রথম চালু হয়েছে। এই বিভাগে আসন সংখ্যা ৩০টি।

(দ্য রিপোর্ট/জেএইচ/এসবি/সা/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর