thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

শিক্ষকদের ক্লাস বর্জন

২০১৪ জানুয়ারি ৩০ ২০:০১:৪৯
শিক্ষকদের ক্লাস বর্জন

বান্দরবান প্রতিনিধি : বেতন-ভাতার দাবিতে বান্দরবানে বিলকিছ বেগম বেসরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি শুরু করেছেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম ও মেহেদী হাসান জানান, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে জেলা প্রশাসক প্রধান শিক্ষকের বেতন-ভাতা বন্ধ করে দেন। এ কারণে প্রধান শিক্ষক আবুল কাসেম সহকারী শিক্ষক-শিক্ষিকাদের বেতন-ভাতা বন্ধ করে দেন।

তারা অভিযোগ করেন, ২০১৩ সালের জুন মাসে স্কুল পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতায় পরিচালনা কমিটি গঠন করা যায়নি। জেলা প্রশাসকের করে দেওয়া চার সদস্যের কমিটিও মেনে নেননি তিনি। উল্টা শিক্ষা বোর্ডে জেলা প্রশাসকের কমিটির বিরুদ্ধে অভিযোগ দিয়ে তিনি অনিশ্চয়তা তৈরি করেছেন।

বেতন-ভাতা না পাওয়া পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন শিক্ষকরা।

স্বেচ্ছাচারিতার অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মো. আবুল কাসেম জানান, স্কুল পরিচালনা কমিটি গঠন নিয়েই শিক্ষকদের সঙ্গে তার বিরোধ চলে আসছে। জেলা প্রশাসক কোনো নোটিশ ছাড়াই তার বেতন-ভাতা বন্ধ রেখে সহকারী শিক্ষকসহ স্কুলের অন্য কর্মচারীদের বেতন ছাড় করেছেন। কিন্তু আমার বেতন-ভাতা কেটে রাখায় অন্যদের বেতন-ভাতা আমি ছাড় করিনি।

আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান হলে শিক্ষকরা বেতন-ভাতা পাবেন বলে তিনি আশ্বস্ত করেন।

জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম জানান, শিক্ষার্থীদের কথা মাথায় রেখে দ্রুত সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ে সাড়ে চার শতাধিক শিক্ষার্থী রয়েছে। এমপিও ভুক্ত শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ১১ জন, খণ্ডকালীন শিক্ষক দু’জন। ১৯৮১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

(দ্য রিপোর্ট/এএস/এমএআর/সা/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর