thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

শিগগির সাংগঠনিক সফরে যাচ্ছে বিএনপি

২০১৪ জানুয়ারি ৩০ ২১:১০:১৪
শিগগির সাংগঠনিক সফরে যাচ্ছে বিএনপি

তারেক সালমান, দ্য রিপোর্ট : সংগঠনকে চাঙ্গা ও নতুন নেতৃত্ব সৃষ্টি করতে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র নেতারা শিগগিরিই দেশব্যাপী সাংগঠনিক সফর করবেন। ২ ফেব্রুয়ারি এই সাংগঠনিক সফর শুরু হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সারাদেশে মোট ৭৫টি সাংগঠনিক জেলার জন্য ইতোমধ্যেই ৫৬ জন সিনিয়র নেতার সমন্বয়ে সাংগঠনিক টিম গঠন করে দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শিগগিরিই এ সব টিমের নেতাদের কাছে এ সংক্রান্ত চিঠি পৌঁছে দেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

নীলফামারী, সৈয়দপুর জেলার সাংগঠনিক টিমের প্রধান বিএনপি স্থায়ী কমিটির সদস্য লে. জে (অব) মাহবুবুর রহমান দ্য রির্পোটকে বলেন, চলমান আন্দোলনকে বেগবান করতেই সাংগঠনিক জেলা সফর। বিশেষ করে নির্বাচনের পর নতুন ধরনের কর্মসূচি নিয়ে সামনে এগুচ্ছে দল।

দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক সফরের মাধ্যমে প্রতিটি জেলা ও উপজেলা কমিটির নেতৃত্বের দুর্বলতা খুঁজে বের করা, নেতাদের মধ্যে দ্বন্দ্ব-কোন্দল, গ্রুপিং, মেয়াদোত্তর্ণ কমিটির বিষয়ে লিখিত রিপোর্টসহ তৃণমূল নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য প্রতিটি টিমের হাইকমান্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে (অব) মাহবুবুর রহমান নীলফামারী ও সৈয়দপুর জেলার, যশোর, খুলনা জেলা ও মহানগরের তরিকুল ইসলাম, জামালপুর, শেরপুর ও সাতক্ষীরা জেলার গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা জেলা ও মহানগর, গাজীপুর ও চট্টগ্রাম জেলা উত্তর ও চট্টগ্রাম মহানগরের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, কুমিল্লা জেলা উত্তর ও দক্ষিণ এবং চাঁদপুর জেলার ড. খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর ও বগুড়া জেলার ড. আবদুল মঈন খান, দিনাজপুর ও পঞ্চঘর জেলার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, রাজশাহী জেলা, রাজশাহী মহানগর ও চাপাইনবাবগঞ্জ জেলার নজরুল ইসলাম খান দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া দলের ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকরাও এ সব সাংগঠনিক টিমের নেতৃত্বে থাকবেন।

নড়াইল জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান দ্য রিপোর্টকে বলেন, সাংগঠনিক সফরের মাধ্যমে অতীতেও সফলতা অর্জিত হয়েছে।

তিনি জানান, প্রতিটি টিম সফর শেষে সংশ্লিষ্ট জেলার নেতাদের দুর্বলতা, দ্বন্দ্ব-কোন্দল ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয়-নিষ্ক্রিয় থাকার বিষয়ে কেন্দ্রে রিপোর্ট পেশ করবে।

তিনি মনে করেন কেন্দ্রীয় নেতাদের সংস্পর্শে আসার কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নতুন উদ্যোমে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত হবেন নেতাকর্মীরা।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/এসবি/আরকে/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর